মারণবান- For Mahsa Amini
- jashodharasen
- Sep 28, 2022
- 1 min read
দুষ্কৃতীদের হাতে বন্দী রাজকন্যা
মনে মনে প্রস্তুতি নিচ্ছে শেষ সময়ের
সময়ের শেষ দেখেই সে ছাড়বে
তার চুলে নোনা জলের গন্ধ
বারুদ আর রক্তের গন্ধ
চুলের ভেতরে জমে থাকা বালি প্রত্যেকটি বালুকণা অস্ত্র হয়ে
ঢুকে যাবে ঘাতকদের মধ্যে ওদের চোখ, নাক, ফুসফুস
ভরে যাবে বালিতে
নরম জোনাকির মতো চিকচিকে বালি
রাজকন্যা দুহাত দিয়ে চুল ঝাড়বে
বালি ঝরবে
রাজকন্যার ভয় কিসে?
আজ সময়ের শেষ দেখেই ছাড়বে সে


Jashodhara Sen, Sept 2022
Comments