top of page
Search
  • Writer's picturejashodharasen

মারণবান- For Mahsa Amini

দুষ্কৃতীদের হাতে বন্দী রাজকন্যা

মনে মনে প্রস্তুতি নিচ্ছে শেষ সময়ের

সময়ের শেষ দেখেই সে ছাড়বে


তার চুলে নোনা জলের গন্ধ

বারুদ আর রক্তের গন্ধ

চুলের ভেতরে জমে থাকা বালি প্রত্যেকটি বালুকণা অস্ত্র হয়ে

ঢুকে যাবে ঘাতকদের মধ্যে ওদের চোখ, নাক, ফুসফুস

ভরে যাবে বালিতে

নরম জোনাকির মতো চিকচিকে বালি

রাজকন্যা দুহাত দিয়ে চুল ঝাড়বে

বালি ঝরবে

রাজকন্যার ভয় কিসে?

আজ সময়ের শেষ দেখেই ছাড়বে সে

#MahsaAmini



Jashodhara Sen, Sept 2022

16 views0 comments

Recent Posts

See All
bottom of page