কলকাতা, তুমি বড়ই বৃদ্ধ আজ
তোমার বয়স বাড়ছে, পয়সা বাড়ছে
বাড়ছে গলার ভাঁজ I
কলকাতা, তুমি বড়ই বৃদ্ধ আজ
পাল্টে যাচ্ছে শহরতলী
অন্দর-এর ওই কানাগলি,
তোমার আজ চোখ রাঙানো
বেশ্যার মেজাজ
কলকাতা, তুমি বড়ই বৃদ্ধ আজ
হকারের কান্না আছে
মিডল-ক্লাস এর বায়না আছে
ঝিলপাড়ের ওই ঠোঁটে ঠোঁট,
আর মিথ্যে মিথ্যে লাজ
কলকাতা, তুমি বড়ই বৃদ্ধ আজ
তার চেয়ে বরং স্বীকার করো
গরিব হলেও উবের চড়ো
বেহিসাবি মধ্য বয়স
(তোরা) আরো জোরে হাস I
কলকাতা, তুমি বড়ই ক্লান্ত আজ I
কলিকাতা, মে ২২, ২0২২
© যশোধারা

© যশোধারা
দক্ষিণাপণের সামনে
Comentários